![]() |
অভিষেক টেস্ট খেলতে নেমেছেন। তার ওপর নিজের প্রিয় জায়গা মিডল অর্ডারে ব্যাট করতে নামতে পারেননি। সব মিলিয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্নায়ুচাপেই ভোগার কথা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ের। চাপকে উড়িয়ে দিয়ে লর্ডসে ইতিহাসই গড়লেন কিউই ব্যাটসম্যান। ক্রিকেটের অভিজাত অঙ্গনে পা রাখলেন সেঞ্চুরি করে!!
টেস্টে অভিষেকে সেঞ্চুরি অনেকেরই আছে। এমন কীর্তিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটাও কম নয়, কনওয়ের আগে ১১ জন গড়েছেন এ কীর্তি। তবে একটা জায়গায় নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের চেয়ে আলাদা কনওয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন তিনি! সব দল মিলিয়ে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান কনওয়ে।
1 মন্তব্যসমূহ
wow😱
উত্তরমুছুন