সর্বশেষ

2/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শনাক্ত আড়াই হাজার , মৃত্যু ৩৬

                                                                     শনাক্ত আড়াই হাজার , মৃত্যু ৩৬


দেশে আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
টানা ৪১ দিন পর গত ২৪ ঘণ্টায় শনাক্ত আড়াই হাজার ছাড়িয়েছেএ সময় মৃত্যু হয়েছে ৩৬ জনের

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ গত ২৮ এপ্রিল এক দিনে আড়াই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। গতকাল ২ হাজার ৩২২ রোগী শনাক্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৪৪ জনের।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ১৭ হাজার ৮১৯। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৯ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।
শেষ ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২.১২ শতাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ