![]() |
এল ক্লাসিকো মানেই তুমুল উন্মাদনা। পুরো ফুটবল–বিশ্বের প্রায় দুই ভাগ হয়ে যাওয়া। বিশ্বকাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়েও বেশ উন্মাদনা ছড়িয়ে পড়েছিল দুই দেশে। আর সেই উন্মাদনার আঁচটা টের পেয়েই কিনা জামাল ভূঁইয়া কালকের ম্যাচের উপমায় আনলেন এল ক্লাসিকো শব্দ।
সুনীল ছেত্রীর জোড়া গোলে ভারতের কাছে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের ফুটবলাররা। হারের পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘অবশ্যই আমরা ম্যাচটি জিততে চেয়েছিলাম। এটি মর্যাদার ম্যাচ। এটা তো দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো। আমরা দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকোতে হেরে গেছি। তারা শক্তিশালী দল। কিন্তু আমরা জেতার জন্যই খেলেছি।
0 মন্তব্যসমূহ