সর্বশেষ

2/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জীবিতদের মধ্যে তিনি দ্রুততম নারী !!

জীবিতদের মধ্যে তিনি দ্রুততম নারী !

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট শেলি–অ্যান–ফ্রেজারের ‘সিগনেচার ইভেন্ট’। দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রেজার। জ্যামাইকান এই স্প্রিন্টার কি টোকিও অলিম্পিকে তৃতীয় সোনার দেখা পাবেন? কিংস্টনে কাল অলিম্পিক ডেসটিনি মিটিংয়ে শেলি যে নজির গড়েছেন, তাতে এই ইভেন্টে তাঁর প্রতিদ্বন্দ্বিদের চিন্তা বাড়তেই পারে।

স্প্রিন্টে মেয়েদের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম স্প্রিন্টার এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে বাকি প্রতিদ্বন্দ্বিদের কয়েক মিটার ব্যবধানে পেছনে ফেলে ১০.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩৪ বছর বয়সী শেলি। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কারমেলিটা জেটারের ১০.৬৪ সেকেন্ডের কীর্তি পেছনে ফেলে শেলিই এখন দ্রুততম জীবিত নারী স্প্রিন্টার।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ