![]() |
জীবিতদের মধ্যে তিনি দ্রুততম নারী ! |
স্প্রিন্টে মেয়েদের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম স্প্রিন্টার এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে বাকি প্রতিদ্বন্দ্বিদের কয়েক মিটার ব্যবধানে পেছনে ফেলে ১০.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩৪ বছর বয়সী শেলি। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কারমেলিটা জেটারের ১০.৬৪ সেকেন্ডের কীর্তি পেছনে ফেলে শেলিই এখন দ্রুততম জীবিত নারী স্প্রিন্টার।
0 মন্তব্যসমূহ