![]() |
পার পেয়ে গেল মোহামেডান & সাকিব |
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এর আসরে জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করলেও কোনো শাস্তি পেতে হয়নি সাকিব আল হাসানের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ভুল স্বীকার করে নিয়েই পার পেয়ে গিয়েছে দলটি।
গত ৫ জুন এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিপিএলের পরিচালনা বিভাগ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর পক্ষ থেকে জানানো হয়, মোহামেডানের জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভঙ্গের অভিযোগে তদন্ত করা হবে। অবশেষে সেই তদন্তের ফলাফল দেওয়া হলো। কেবল ভুল স্বীকার করেই ক্ষমা পেয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি। সেখানে মোহামেডান ক্লাবের কর্মকর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন,জালাল ইউনুস ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা নিয়ে কথা বলেছেন। এবং তারা দুঃখ প্রকাশ করেছেন।
0 মন্তব্যসমূহ