কোপা আমেরিকা শুরু হতে মাঝে আর দুই দিন বাকি। এর মধ্যেই এল দুঃসংবাদ। টুর্নামেন্টটির দুটি বড় স্পনসর মাস্টারকার্ড ও আমবেভ কাল জানিয়েছে, তারা কোপা আমেরিকা থেকে নিজেদের ‘তুলে’ নিচ্ছে। কলম্বিয়া ও আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়ার পর এবারের কোপা আমেরিকা আয়োজন করছে ব্রাজিল। দেশটিতে করোনা সংক্রমণ ভয়াবহ অবস্থায় চলে যাওয়ায় সেখানে কোপা আয়োজন নিয়ে বিতর্ক চলছে।
এর মধ্যেই স্পনসরদের নিজেদের তুলে নেওয়ার দুঃসবাদ পেলেন কোপার আয়োজকেরা। মাস্টারকার্ড মার্কিন যুক্তরাস্ট্রের বহুমুখী আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। আমবেভ ব্রাজিলের পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রোববার থেকে। কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা এবং আর্জেন্টিনায় করোনা সংক্রমণের জন্য এ দুটি দেশ থেকে আয়োজনের ভার সরিয়ে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে ব্রাজিলের ওপর ন্যস্ত করা হয়।
0 মন্তব্যসমূহ