চার দিন দরে নিখোঁজ |
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আবু ত্বহা মুহাম্মদ আদনান গত (বৃহস্পতিবার) রংপুর থেকে ঢাকা আসার পথে ড্রাইভার সহ ৩ জন মিসিং। সর্বশেষ যোগাযোগ হয় রাত ২:৩৬ মিনিটে, গাবতলী থেকে।
ভাইয়ের সফরসঙ্গী হিসাবে দু'জন এবং ড্রাইভার সহ মোট চারজন ছিল। তাদের সবার ফোন রাত দুইটা ছত্রিশ মিনিটের পর থেকে বন্ধ। এরপর যোগাযোগ সম্ভব হয়নি!
থানায় ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত কিন্তু কোনো থানাই "আমার স্বামী"র দায়িত্ব নিচ্ছেনা, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে! মানসিকভাবে আমি ভেঙে পড়েছি, আজ ৩ দিন যাবৎ কিছুই করতে পারছিনা। উনার (আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের) মিসিংয়ের পর থেকে, না আমি খেতে পারতেছি, না আমি ঘুমাতে পারতেছি, না আমি কিছু করতে পারতেছি! আমি কোথায় যাবো, কার কাছে যাবো কি করবো! কিছুই বুঝতে পারতেছি না। আমাকে হেল্প করার মত আমার চারপাশে কেউ নেই। একটা মেয়ে হিসেবে কি করা উচিত আমার । "আবু ত্ব-হা আদনানের স্ত্রী"
0 মন্তব্যসমূহ